Terms and Conditions

Last Updated: July 17, 2025

1. Acceptance of Terms

By accessing and using this website (borbila.com), you confirm that you have read, understood, and agreed to comply with these Terms and Conditions. If you do not agree to any part of the terms, please discontinue using the website.

2. Eligibility & Access

Anyone can use this website — regardless of age or location. However, for placing orders, we expect users to provide valid contact and payment information. Minors are advised to take permission from a guardian.

3. Use of Website

You agree to use this website lawfully. Any misuse, hacking attempt, spamming, unauthorized access, or fake orders will result in a permanent ban and legal action if necessary.

4. Intellectual Property Rights

All content, images, branding, and software used on this site are the intellectual property of Borbila. Unauthorized reproduction, distribution, or use is strictly prohibited without written consent.

5. Product & Service Information

We try our best to keep all product details, pricing, and availability up to date. However, occasional errors may happen, and we reserve the right to correct them without prior notice. Digital products are delivered instantly, while service times may vary.

6. Payments & Billing

All transactions must be completed successfully before product or service delivery. We support various payment methods including bKash, Nagad, Rocket, and more. All transactions are final, and fraudulent payments will be investigated and cancelled.

7. Limitation of Liability

Borbila will not be held responsible for any kind of data loss, financial loss, or other damages resulting from the use or inability to use our website, services, or products.

8. Policy Updates

We may update or modify these Terms at any time. Any changes will be effective immediately upon posting. You are advised to review this page regularly to stay informed.

9. Contact Information

For any concerns or questions regarding these terms, feel free to email us at contact@borbila.com


টার্মস ও কন্ডিশন

সর্বশেষ আপডেট: ১৭ জুলাই, ২০২৫

১. শর্তাবলীর গ্রহণযোগ্যতা

এই ওয়েবসাইট (borbila.com) ব্যবহার করে আপনি স্বীকার করছেন যে আপনি আমাদের টার্মস ও কন্ডিশন ভালোভাবে পড়ে বুঝেছেন এবং তাতে সম্মত হয়েছেন। যদি কোনো অংশে আপনি একমত না হন, অনুগ্রহ করে সাইটটি ব্যবহার বন্ধ করুন।

২. যোগ্যতা ও প্রবেশাধিকার

এই ওয়েবসাইট যেকোনো বয়সের বা অঞ্চলের ব্যক্তি ব্যবহার করতে পারবেন। তবে অর্ডার দিতে হলে বৈধ মোবাইল নম্বর, ইমেইল ও পেমেন্ট ইনফো থাকা জরুরি। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেওয়া বাঞ্ছনীয়।

৩. ওয়েবসাইট ব্যবহারের নিয়ম

আপনি ওয়েবসাইটটি আইনসম্মতভাবে ব্যবহার করবেন। হ্যাকিং, স্প্যামিং, ফেক অর্ডার বা অবৈধ কার্যক্রম করলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪. মেধাস্বত্ব

এই সাইটে ব্যবহৃত সকল কনটেন্ট, ছবি, লোগো ও সফটওয়্যার Borbila-র মালিকানাধীন। আমাদের লিখিত অনুমতি ছাড়া এসব ব্যবহার, কপি বা বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৫. প্রোডাক্ট ও সার্ভিস তথ্য

আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্ট সম্পর্কিত তথ্য, মূল্য এবং অ্যাভেইল্যাবিলিটি সঠিকভাবে প্রদর্শন করতে। তবে ভুলবশত কিছু ভুল হলে আমরা তা যেকোনো সময় সংশোধনের অধিকার রাখি। ডিজিটাল পণ্য তাৎক্ষণিক সরবরাহ করা হয়, সার্ভিস টাইম ভিন্ন হতে পারে।

৬. পেমেন্ট ও বিলিং

ডেলিভারির পূর্বে সম্পূর্ণ পেমেন্ট আবশ্যক। আমরা bKash, Nagad, Rocket সহ বিভিন্ন পেমেন্ট মেথড সাপোর্ট করি। প্রতারণামূলক লেনদেন চিহ্নিত হলে তা বাতিল ও তদন্ত করা হবে।

৭. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

এই ওয়েবসাইট ব্যবহার করে কোনো ধরনের তথ্য ক্ষতি, আর্থিক ক্ষতি বা অন্য কোনো ক্ষতির জন্য Borbila দায়ী থাকবে না।

৮. নীতিমালার পরিবর্তন

আমরা যেকোনো সময় এই টার্মস পরিবর্তন করতে পারি। পরিবর্তনের পর তা অবিলম্বে কার্যকর হবে। নিয়মিত এই পেজটি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৯. যোগাযোগ করুন

এই শর্তাবলী সম্পর্কিত যেকোনো প্রশ্ন বা মতামতের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করুন: contact@borbila.com

Scroll to Top